Uncategorized

২৪ ও ২৫ নভেম্বর বগুড়ায় ‘কবি সম্মেলন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে আগামী ২৪ ও ২৫ নভেম্বর (শুক্রবার ও শনিবার) বগুড়ায় দুই দিনব্যাপী কবি সম্মেলন অনুষ্ঠিত হবে।

গত শুক্রবার সন্ধ্যায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। সভায় উপদেষ্টা পলাশ খন্দকার ও কবি শিবলী মোকতাদির এবং কবি মাহমুদ হোসেন পিন্টুসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সাধারণ সভা শেষে পলাশ খন্দকারের ৬০তম জন্মদিন পালন করা হয়।

এর আগে, গত বুধবার সন্ধ্যায় বগুড়া লেখক চক্রের কার্যনির্বাহী পরিষদের সভা সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি কবি ওয়ায়েজ রেজা, সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল, সহ-সাধারণ সম্পাদক এম রহমান সাগর, আসর পরিচালনা সম্পাদক আবু রায়হান, নির্বাহী সদস্য আমির খসরু সেলিম এবং পবিত্র প্রামাণিক।

কার্যনির্বাহী পরিষদের সভায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর কবি সম্মেলনের তারিখ নির্ধারণসহ বাংলাদেশ, ভারত এবং নেপালের মোট ১২০ জন কবিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়।

এছাড়াও ৬টি বিষয়ে বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৩ দেওয়া হবে বলে জানানো হয়। পুরস্কারের বিষয়গুলো হলো- কবিতা, কথাসাহিত্য, লোকসাহিত্য ও গবেষণা, লিটল ম্যাগাজিন সম্পাদনা, প্রকাশনা এবং সাংবাদিকতা।

সারাবাংলা/এমও



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button