Uncategorized

শিগিগরই পাকিস্তানে ফেরার ঘোষণা দিলেন নওয়াজ শরিফ

লন্ডনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সাংবাদিকদের বলেছেন, শিগিগরই পাকিস্তানে ফিরব। লন্ডনের স্ট্যানহোপ হাউজে সাংবাদিকদের কাছে শুক্রবার এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, লন্ডনে আজই আমার শেষ অফিস। তিনি আরো বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কিছু সমর্থক চার বছরে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। কিন্তু তারা কোনো কিছু অর্জনে ব্যর্থ হয়েছেন। এর মধ্য দিয়ে শুধু পাকিস্তানের খারাপ ইমেজ তৈরি করেছেন। 

আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি পাকিস্তান ফেরবেন। তাই শুক্রবার সাংবাদিকদের ডেকে নেন তার অফিসে। তাদের জানিয়ে দেন এটাই ছিল স্ট্যানহোপ হাউজে তার শেষ অফিস। জিও নিউজ জানায়, চার বছরে তার লন্ডনে নির্বাসন নিয়ে যে সব রিপোর্ট ও তথ্য প্রকাশ করেছেন সে জন্য সব সাংবাদিককে ধন্যবাদ জানান নওয়াজ।

উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরে নওয়াজ লন্ডনে যান। তারপর থেকে সেখানেই স্বেচ্ছা নির্বাসনে দিন কাটাচ্ছেন। নওয়াজ শরিফ বলেন, আগামী শুক্রবারের আগে তিনি সৌদি আরবের উদ্দেশে লন্ডন ছাড়বেন। এরপর সেখানে এক সপ্তাহ সময় কাটাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে পালন করবেন উমরাহ। তারপর যাবেন দুবাই। সেখান থেকে ফিরবেন পাকিস্তানে। 

তিনি বলেন, যে কোনো সমাজের জন্য সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিকদের মতামতের ওপর জনগণ মত দেন। তিনি বলেন, সাংবাদিকদের উচিত অপবাদ থেকে দূরে থাকা। সমালোচনা হওয়া উচিত সংস্কারের জন্য, ব্যক্তিগত সুবিধার জন্য নয়।



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button