
পারলেন না মেসি, প্লে অফে খেলার সম্ভাবনা প্রায় শেষ
স্পোর্টস ডেস্ক: মেজর সকার লিগে ফিরেছেন লিওনেল মেসি। কিন্তু তার ফেরাটা মোটেও স্বস্তির হয়নি। শনিবার সিনসিনাটির বিপক্ষে ম্যাচে গোল করতে পারেননি, গোল করাতেও পারেননি। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইন্টার মায়ামিকে। ১-০ গোলে হেরেছে মায়ামি। এই হারের ফলে মেজর সকার লিগের প্লে অফে খেলার সম্ভাবনা প্রায় শেষ মায়ামির।
মায়ামির হয়ে গত ছয় ম্যাচের পাঁচটিতেই মাঠে ছিলেন না মেসি। ইনজুরি তাকে মাঠ থেকে দূরে রেখেছিল। ফলে এ ম্যাচের আগে মায়ামির সমর্থকদের নজর ছিল খেলোয়াড় তালিকায়। শেষ পর্যন্ত মেসির নাম দেখতে পেয়ে তাদের উদ্বেগ দূর হয়। একাদশে না থাকলেও মেসি দলে আছেন তা দেখে সমর্থকরা স্বস্তি পায়। শেষ পর্যন্ত এই স্বস্তি আর থাকেনি।
প্রথমার্ধ বেঞ্চে বসেই কাটিয়েছেন মেসি। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। তবে ম্যাচে কোনো প্রভাব রাখতে পারেননি। বরং ৭৮ মিনিটে সিনসিনাটি গোল করে পূর্ণ পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত করে।
লিওনেল মেসি মাত্র দুইবার ম্যাচে নজর কাড়ার সুযোগ পেয়েছিলেন। তবে তা কানো কাজে লাগাতে পারেননি। প্রথমবার ৫৮ মিনিটে। আর শেষবার ইনজুরি সময়ে। দুইবারই তার নেওয়া দুটো ফ্রি কিক বাইরে চলে যায়।
মেসির এমন ব্যর্থতার জন্য অনুশীলনের অভাবকে দায়ী করেছেন কোচ টাটা মার্টিনো। তিনি বলেন, মেসি এখন সুস্থ। তবে সে এখনো ছন্দে ফেরেনি। এ কারণে আমি তাকে মাত্র ৩৫ মিনিট খেলিয়েছি।’
আগামী ১৮ তারিখ মায়ামির পরবর্তী ম্যাচ। তবে এ ম্যাচে হয়তো তিনি থাকবেন না। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য দেশে ফিরবেন আর্জেন্টিনার অধিনায়ক। আগামী বৃহষ্পতিবার আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে। এরপরেই পেরুর বিপক্ষে ম্যাচে তাদের। এ ম্যাচটি ১৭ অক্টোবর।