Uncategorized

যদি বলি সাধারণ ম্যাচ, সত্যি বলা হবে না: তামিম | বাংলাদেশ প্রতিদিন

২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২৭

অনলাইন ডেস্ক

যদি বলি সাধারণ ম্যাচ, সত্যি বলা হবে না: তামিম

তামিম ইকবাল (ফাইল ছবি)

আবারও ব্যাটিং ব্যর্থতা! ঘরের মাঠেও সেই হতাশার ছবি। নিউজিল্যান্ডের দেওয়া ২৫৫ রানের টার্গেটেই পৌঁছাতে পারেনি বাংলাদেশ। ১৬৮ রানেই অলআউট টাইগাররা। স্বাগতিকরা ৮৬ রানে হেরে গেল দ্বিতীয় ওয়ানডেতে।

মিরপুরে এ ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ছিল চরম হতাশার। কোনো ব্যাটসম্যান হাফ সেঞ্চুরিও করতে পারেননি। সর্বোচ্চ ৪৯ রান এসেছে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে। এ ছাড়া ওপেনার তামিম ইকবাল করেছেন ৪৪ রান।

এই ম্যাচে তামিমকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা কম ছিল না। অবসর নাটকীয়তার পর তিনি পিঠের চোটে খেলতে পারেননি এশিয়া কাপে। ছেড়ে দেন অধিনায়কত্বও। লম্বা বিরতির পর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন। কিন্তু ওই ম্যাচে বৃষ্টির কারণে ব্যাটিং করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে নেমে শুরুতে ঠিকঠাক খেলতে পারছিলেন না। কিন্তু সময়ের সঙ্গে ছন্দ খুঁজে পান, খেলেন ‘পুরোনো তামিমের’ মতোই কিছু শট। ৫৮ বলে তার ৪৪ রানের ইনিংসের সময় গ্যালারিতেও ছিল অনেক উচ্ছ্বাস ও আনন্দ। তামিম বলছেন, ম্যাচটা সাধারণ ছিল না।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সত্যি বলতে আমি নার্ভাস ছিলাম। যদি বলি সাধারণ একটা ম্যাচ, সত্যি কথা বলা হবে না। গত কয়েক মাস যা হয়েছে, আমি যখন ব্যাট করতে নামছিলাম, অবশ্যই নার্ভাস লাগছিল। তবে প্রথম ওভারের পরই কেটে গেছে।’ 

তামিমের পিঠের চোটের মূল চিকিৎসা হতো অস্ত্রোপচারে। সেক্ষেত্রে তাকে মাঠের বাইরে থাকতে হতো অন্তত ছয় মাস। কিন্তু তামিম খেলছেন ব্যথার ইনজেকশন নিয়ে। মাঠে ফিরলেও পিঠের ওই চোটের অস্বস্তি এখনও পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন তামিম।

তিনি বলেন, ‘মাঠে নেমে ভালো লাগছে। ফিল্ডিংয়ের ৫০ ওভার আর ব্যাট হাতে ২০ ওভার, ভালোই লাগছিল। তবে এখনও অস্বস্তি রয়েছে। স্টিল লটস অব ডিসকমফোর্ট ইন মাই ব্যাক। ফিজিও এবং আমিও চেষ্টা করছি কাটিয়ে ওঠার। তবে এটা সত্যি, এখনও কিছুটা অস্বস্তি আছে।’ 

‘ব্যাটিং বা ফিল্ডিং হোক, মাঠে সময় কাটানোর দরকার ছিল। শরীর কীভাবে রিঅ্যাক্ট করছে এটা বোঝার জন্য। ডিফিকালিটিজ ছিল, এখনও আছে। সামনে কীভাবে কী করব এটা সেই প্রশ্ন যার উত্তর খোঁজা হচ্ছে। আন্তর্জাতিক ম্যাচে যখন ব্যাট করছি, আমাকে নিজের সেরাটা দিতে হবে। আমি সেই চেষ্টাই করেছি। এমন না যে মাঠে নামলাম আর খেললাম। এটা মানসম্পন্ন বোলিং আক্রমণের বিরুদ্ধে একটা ম্যাচ। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

শতভাগ ফিট হয়ে খেলবেন, এমন মন্তব্য করে আফগানিস্তান সিরিজের আগে ব্যাপক আলোচনার জন্ম দেন তামিম। তখন এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নিজেকে পুরো ফিট নয় বলার পর সংবাদ সম্মেলনে রসিকতাও করেন তামিম।

তিনি বলেন, ‘মেডিকেল টিম সিদ্ধান্ত নেবে আমাকে কীভাবে ম্যানেজ করবে। এটা হয়তো পুরোপুরি সমাধান হবে না। যতটা মিনিমাইজ করে এগোতে পারি, আশা করি সেভাবেই পরিকল্পনা হবে। ইনজুরির পর এতদিন পর খেলতে এসেছি, আমি তো শতভাগ… আবার হান্ড্রেড পারসেন্ট বলেছি ভাই, আরেক বিপদ… (হাসি) ভাই ৯৯ শতাংশও মানুষ হয়।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button