
৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:১৭
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে একশ’ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ৭ হাজার টাকাসহ মো. সাইদুল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশের নিয়মিত চেকপয়েন্টে তাল্লাশিকালে অটোবাইকে যাত্রীবেশী ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ধৃত সাইদুলের গ্রামের বাড়ি পার্শ্ববর্তী বাউফল উপজেলার রামনগর এলাকায়। এ ব্যাপারে দুমকি থানায় একটি মামলা দায়ের হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আজ (শনিবার) সকালে কোর্টে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল