Uncategorized

জামালপুরে বিনামূল্যে গাছের চারা বিতরণ | বাংলাদেশ প্রতিদিন

৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:০৫

জামালপুর প্রতিনিধি

জামালপুরে বিনামূল্যে গাছের চারা বিতরণ

জামালপুরে বিনামূল্যে গাছের চারা বিতরণ

জামালপুরে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জামালপুর পৌর এলাকার নাওভাঙ্গা চর আশ্রয়ণ প্রকল্পে এ বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করে এস এম ফাউন্ডেশন। কাঁঠাল, পেয়ারা, লেবুসহ ৪৫০টি বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে স্থানীয় পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুলের সভাপতিত্বে সচেতন নগরিক কমিটি (সনাক) জামালপুরের সভাপতি অজয় কুমার পাল, সদস্য একেএম আশরাফুজ্জামান স্বাধীন, এস এম ফাউন্ডেশনের সমন্বয়কারী এসকে সাদী রাসেলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, অবাধে বৃক্ষ নিধনের ফলে পৃথিবীর তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের মানুষের জীবনযাপন দিন দিন অসহনীয় হয়ে উঠছে। তাই বেশি বেশি বৃক্ষ রোপণের মাধ্যমে আমরা আমাদের চারপাশের পরিবেশ ভালো রাখতে পারব।

বিডি প্রতিদিন/এমআই



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button