Uncategorized

দ্বিপাক্ষিক বৈঠকে যে প্রতিশ্রুতি ব্যক্ত করলেন মোদী-বাইডেন | বাংলাদেশ প্রতিদিন

৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৪৮

অনলাইন ডেস্ক

দ্বিপাক্ষিক বৈঠকে যে প্রতিশ্রুতি ব্যক্ত করলেন মোদী-বাইডেন

জো বাইডেন (বামে) ও নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই বৈঠকে উভয় দেশের সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

জি-২০ সম্মেলনের আগে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় নেতা এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী গ্রুপ অব টোয়েন্টি (জি-২০) শীর্ষ সম্মেলন আজ শনিবার শুরু হচ্ছে ভারতে। দেশটিতে মূলত ৪০ বছর পর এতবড় একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। সম্মেলনে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে সদস্য, পর্যবেক্ষক ও আমন্ত্রিত দেশের শীর্ষনেতারা ইতোমধ্যেই দেশটিতে উপস্থিত হয়েছেন।

সম্মেলনের একদিন আগে অনুষ্ঠিত এই বৈঠকে প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দেন। এছাড়া বৈঠকে এই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। মহাকাশ গবেষণায় একসঙ্গে কাজ করা থেকে শুরু করে, গণতন্ত্র, মানবাধিকার-সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন মোদি-বাইডেন।

এদিকে বৈঠকের পর ভারত-আমেরিকার সম্পর্ক অটুট রাখার বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে ভালো লাগল। যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক যাতে অটুট থাকে, দুই দেশ যেন আরও বেশি কাছাকাছি আসতে পারে, বন্ধন আরও দৃঢ় হয়, সেটাই নিশ্চিত করা হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টায় দিল্লি পৌঁছান জো বাইডেন। এর কিছুক্ষণ পরই মোদীর সঙ্গে আলোচনায় বসেন তিনি। প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছিল বাইডেনের জন্য। আলোচনার পর যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়েছে। সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button