
শুভমান গিল এবং বাবর আজম। ছবি: সংগৃহীত
পাকিস্তানের বেশিরভাগ ক্রিকেটাররা যে ভারতের বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভক্ত, এটি প্রায় সবাই জানে। এমনকি বাবর আজমও অনেকবার বলেছেন, রোহিত এবং কোহলিকে দেখে নিজের খেলায় উন্নতি আনার চেষ্টা করেন তিনি। তবে ভারতের তরুণ ক্রিকেটাররা কী মনে করেন? ওয়ানডেতে ১ নম্বর র্যাঙ্কধারী বাবর সম্পর্কে তাদের মনোভবও কি এক? যার জবাবে ‘অবশ্যই’ উচ্চারণ করেছেন ভারতের ওপেনার শুভমান গিল।
বাবরকে ‘বিশ্বসেরা’ ব্যাটার আখ্যা দিয়ে শুভমান জানান, তারা বাবরের ব্যাটিংয়ের ধরন অনুসরণ করেন এবং তার প্রশংসা করেন। শুভমানের ভাষ্য, ‘হ্যাঁ, অবশ্যই আমরা তাকে অনুসরণ করি। যখন একজন খেলোয়াড় ভালো করে, সবাই তাকে অনুসরণ করে কীভাবে সে ভালো করছে, তার বিশেষত্ব কী। বাবরের বেলায়ও একই কথা খাটে। সে একজন বিশ্বসেরা খেলোয়াড় এবং আমরা সবাই তার প্রশংসা করি।’
পাকিস্তানের পেসারদের বিপক্ষে গ্রুপপর্বে বেশ বেকায়দায় পড়েছিল ভারতের টপ অর্ডার। ৪ উইকেট হারিয়েছিল খুব দ্রুত। কোহলি এবং রোহিতকে ফেরান শাহীন আফ্রিদি। আর হারিস রউফের আঘাতে প্যাভিলিয়নের পথ ধরেন শ্রেয়াস আইয়ার এবং গিল। পাকিস্তানের বোলিং আক্রমণের প্রসঙ্গ উঠলে গিল টেনে আনেন তাদের বোলিং সম্পর্কে না জানার ব্যাপারটি।
গিল বলেন, ‘আমরা অন্যান্য দলের তুলনায় পাকিস্তানের বিপক্ষে খুব একটা খেলি না। তাদের দারুণ বোলিং ইউনিট রয়েছে। আপনি যখন এর আগে এমন বোলিংয়ের মুখোমুখি তেমন হননি, এটি পার্থক্য গড়ে দেবে।’
আরও পড়ুন: বিশ্বকাপের ফাইনালে কোন দুই দল, জানালেন মার্শ
পাকিস্তানের পেসারদের এমন দুরন্ত পারফরম্যান্সের কারণ হিসেবে গিল বলেন, ‘তারা একেকজন একেক রকম পেসার এবং প্রত্যেকের আলাদা বিশেষত্ব আছে। শাহীন বলকে প্রচুর সুইং করায়। নাসিম গতির ওপর নির্ভর করে এবং উইকেট থেকে সাহায্য নিতে পছন্দ করে। তারা আলাদা আলাদা কন্ডিশনে আলাদাভাবে চ্যালেঞ্জ দেয়।’