Uncategorized

প্রকাশ হচ্ছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান

প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু

প্রয়াত কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানগুলো এবার প্রকাশ হচ্ছে। এগুলো প্রকাশ হবে আগামী বছরের শুরু থেকেই। আর গানগুলো প্রকাশের উদ্যোগে নেওয়া হয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের পক্ষ থেকে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আইয়ুব বাচ্চু নিয়মিত নতুন গান রেকর্ড করতেন। মৃত্যুর কিছুদিন আগেও রেকর্ড করেছেন ক’টি নতুন গান। নানা কারণে তার বেশ কিছু গান প্রকাশ হয়নি। এছাড়াও কিছু গানের সুর করা আছে, রেকর্ডিং বাকি আবার কিছু গানের মিক্সিং বাকি। সে গানগুলো আগামী বছর থেকে ধারাবাহিকভাবে প্রকাশ করতে চায় ফাউন্ডেশনটি।

ফাউন্ডেশনের অন্যতম সদস্য গীতিকবি নিয়াজ আহমেদ অংশু বলেন, ‘অপ্রকাশিত গানগুলো প্রকাশ করার পরিকল্পনা আমাদের অনেক দিনের। গানগুলো নিখুঁতভাবে প্রকাশ করার জন্যই আমরা সময় নিচ্ছি। বাচ্চু ভাই সব সময় তার গানের ব্যাপারে অনেক যত্নশীল ছিলেন। একই রকমভাবে যত্ন নিয়ে গানগুলো প্রকাশ করতে চাই।’

আরও পড়ুন: আইয়ুব বাচ্চুকে নিয়ে যা বললেন তার মেয়ে

আইয়ুব বাচ্চু শুধু এলআরবির জন্যই গান করেননি, তিনি কাজ করেছেন অনেক গীতিকার, সুরকারদের সঙ্গে। তাদের কাছে যদি কোনো অপ্রকাশিত গান বা সুর থেকে থাকে তাহলে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের কাছে জমা দেওয়ার আহ্বানও জানান নিয়াজ আহমেদ অংশু।

উল্লেখ্য, দুই বছর ধরে আইয়ুব বাচ্চুর মেধাস্বত্ব সংরক্ষণ, ডিজিটাল আর্কাইভ তৈরি, শিল্পীর জন্ম-মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন আয়োজন করে আসছে ফাউন্ডেশনটি।



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button