
৮ সেপ্টেম্বর, ২০২৩ ২০:৫৯
নিজস্ব প্রতিবেদক

বক্তব্য দিচ্ছেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল
যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ‘তরুণরাই পারবে স্মার্ট বাংলাদেশ গড়তে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেশের প্রয়োজনে স্মার্ট বাংলাদেশ গড়তে সাহসী ভূমিকা রাখবে।’
ঢাকা-১৪ আসনে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে শুক্রবার দারুসসালাম থানার গোলারটেক মাঠে চৈতালী প্রিমিয়ার ক্রিকেট লীগের প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
নিখিল বলেন, ‘নেশা সমাজে একটি ব্যাধি। বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ছাত্রলীগের এক সমাবেশে বলেছেন ‘বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে নবদিগন্তে, এই অগ্রযাত্রাকে দাবিয়ে রাখার সাধ্য কারো নেই, যুব সমাজকেই বাংলাদেশের হাল ধরতে হবে।’
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর হাত ধরে ডিজিটাল বাংলাদেশ এবং তার সুযোগ্য সন্তান ডিজিটাল বাংলাদেশের রূপকার সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে দাবিত হবে, তরুণরাই স্মার্ট বাংলাদেশ গড়বে, ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
এই রকম আরও টপিক