
৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:২৪
নেত্রকোনা প্রতিনিধি

দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণাকারী মো. তাপস বেগকে (৪০) আটক করেছে পুলিশ। নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। গত বৃহস্পতিবার রাতে আটকের পর শুক্রবার দুপুরে নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রমাহন।
তিনি জানান, আটক যুবক কেন্দুয়া উপজেলার তারাকান্দি রাজিবপুর গ্রামের নূর নবী বেগের ছেলে। দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগকারী প্রিতুল দেবনাথের বরাত দিয়ে তিনি জানান, পৌরসভাধীন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কথিত ডিবি পুলিশের এসআই অভিযোগকারীর হারানো মোবাইল ফোন উদ্ধার করে দেয়ার কথা বলে দুই হাজার টাকা নিয়া আসতে বললে তার সন্দেহ হয়।
পরবর্তীতে খবর পেয়ে জেলার গোয়েন্দা শাখার এসআই (নিঃ) সঞ্জয় সরকার আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাপসকে আটক করে। পরে তার কাছ থেকে পুলিশের মনোগ্রাম যুক্ত একটি চাবির রিং, পরনে থাকা বাংলাদেশ পুলিশের নেভী ব্লু রঙের একটি ফুল প্যান্ট এবং অভিযোগকারীর দোকান হইতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাকিতে আনা একটি নতুন সিম্ফনি বাটন ফোন যাহার মূল্য দুই হাজার টাকা উদ্ধার করেন। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে কেন্দুয়া থানায় এমন প্রতারণা মামলার একটি সাজা পরোয়ানাসহ ০৪ (চার) টি পরোয়ানা মূলতবী রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল
এই রকম আরও টপিক