
কর্মীসভায় বক্তব্য রাখছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. আসলাম মিয়া। ছবি: আমাদের সময়
রাজবাড়ীতে বিএনপির সাবেক দুই সংসদ সদস্যকে ইঙ্গিত করে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ হারুন বলেছেন, বিএনপি করলে দলের সিদ্ধান্ত মেনে করতে হবে। বিএনপির রাজনীতি করতে হলে দলের সাথে করেন। আর গমের শীষের রাজনীতি করতে হলে বাড়িতে করেন। দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না।
আজ শুক্রবার দুপুরে গোয়ালন্দ পৌর বিএনপির আয়োজনে এক কর্মীসভা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. আসলাম মিয়া বলেন, বিএনপিকে ছেড়ে সংস্কারপন্থী হওয়া দুজন নেতা দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করছেন। তারা জেলা বিএনপিকে মানেন না। নিজের বাড়িতে রাজনৈতিক প্রগ্রাম করে পুলিশের ওপর হামলা ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করার পয়তারা করছেন।
সভার সভাপতিত্ব করেন গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাসেম মন্ডল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. আসলাম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুব দলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন।