Uncategorized

পারমাণবিক অ্যাটাক সাবমেরিন উদ্বোধন করলেন কিম জং উন

নতুন সাবমেরিন উদ্বোধনের খবর প্রকাশ করেছে উত্তর কোরিয়া। এই সাবমেরিন থেকে কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন জানিয়েছেন, এর ফলে দেশের নৌ বাহিনী আরও শক্তিশালী হলো। পরমাণু অস্ত্রে সুসজ্জিত হওয়ার পথে তারা আরও এক ধাপ এগিয়ে গেলো।

উদ্বোধনী অনুষ্ঠানে কিম বলেন, দেশের স্থলবাহিনী ও নৌবাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে সবাই যাতে পরমাণু অস্ত্র প্রযোজনে ব্যবহার করতে পারে, সেই রাস্তা তৈরি করা হচ্ছে।

৮৪১ নম্বরের এই সাবমেরিনটির নামকরণ করা হয়েছে কোরিয়ার ঐতিহাসিক ব্যক্তিত্ব কিম কুন ওকের নামে। সমুদ্রের তলার যুদ্ধে এই সাবমেরিন অত্যন্ত আধুনিক বলে কিম জানিয়েছেন। এই সাবমেরিন পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং প্রয়োজনে ছুঁড়তে পারে। দূরপাল্লার ব্যালেস্টিক মিসাইল, অল্প দূরত্বের ব্যালেস্টিক মিসাইল, এমনকি ক্রুজ মিসাইলও এখান থেকে ছোঁড়া সম্ভব।

আপাতত উত্তর কোরিয়া থেকে জাপানের মধ্যবর্তী এলাকায় এই সাবমেরিনটি নৌবাহিনীর পেট্রোলিংয়ে অংশ নেবে।

দেশটির হাতে আরও সাবমেরিন আছে। সেই সাবমেরিন থেকে কিছুদিন আগে একটি ব্যালেস্টিক মিসাইল ছোঁড়া হয়েছিল। তবে নতুন সাবমেরিনটি আগের চেয়েও উন্নত বলে জানিয়েছে উত্তর কোরিয়ার প্রশাসন।

সূত্র: আল-জাজিরা

অর্থসূচক/এমএস



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button