Uncategorized

গতিবেগ ঘণ্টায় ২৬০ কি.মি, রূপ নিল মহাশক্তিশালী ঝড়ে!

গতিবেগ ঘণ্টায় ২৬০ কি.মি, রূপ নিল মহাশক্তিশালী ঝড়ে!

গতিবেগ ঘণ্টায় ২৬০ কি.মি, রূপ নিল মহাশক্তিশালী ঝড়ে!

আন্তর্জাতিক ডেস্ক: আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হ্যারিকেন লি দ্রুত সময়ের মধ্যে মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ হ্যারিকেনে রূপ নিয়েছে। বর্তমানে ঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৬০ কিলোমিটারেরও বেশি। ঝড়টি এখন আটলান্টিক মহাসাগরেই অবস্থান করছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন কেন্দ্র (এনএইচসি) জানিয়েছে, সপ্তাহের শেষ দিকে ওই অঞ্চলে জীবনহানিকর পরিস্থিতির সৃষ্টি করবে হ্যারিকেন লি। এই ঝড়টি আটলান্টিক মহাসাগরে এই মৌসুমে সৃষ্ট হওয়া ১২তম সামুদ্রিক ঝড়। জুন থেকে নভেম্বর পর্যন্ত আটলান্টিকে ঝড়ের মৌসুম চলে। হ্যারিকেন লি বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মাত্র এক ঘণ্টার ব্যবধানে ক্যাটাগরি-১ থেকে ক্যাটাগরি-৪ ঝড়ে রূপ নেয়।

সর্বশেষ আপডেটে মার্কিন হ্যারিকেন সেন্টার জানিয়েছে, এ সপ্তাহের শেষ থেকে শুরু করে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত হ্যারিকেন লি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিনিয়া দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোর পাশ দিয়ে যাবে।

তবে এ হ্যারিকেনটির কোথাও (স্থলে) আঘাত হানবে না বলে ধারণা করা হচ্ছে। তবে ক্যারিবিয়ান অঞ্চলে ঝড়টির কারণে সৃষ্ট বিশাল ঢেউয়ের প্রভাব পড়বে।

মার্কিন হ্যারিকেন সেন্টার আরও জানিয়েছে, রোববার থেকে যুক্তরাষ্ট্রের উপকূলে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে। শুক্রবার সকালে হ্যারিকেন লি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ থেকে ১ হাজার ১৩ কিলোমিটার দূরে অবস্থান করছিল। সূত্র: বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button