Uncategorized

প্রথমবার ঢাকা থেকে ট্রেন পদ্মা সেতু পাড়ি দিচ্ছে আজ

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: পদ্মা সেতু পাড়ি দেয়ার এক বছর পেরিয়ে গেছে। এখন অপেক্ষা পদ্মা রেল সেতু দিয়ে ট্রেন পারাপারের। সে অপেক্ষার ক্ষণও শেষ হয়ে এসেছে। পদ্মা সেতুর ওপর দিয়ে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল এবার শুরু হলো বলে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকার কমলাপুর থেকে রওনা হয়ে একটি ট্রেন পদ্মা সেতু পাড়ি দিয়ে পৌঁছাবে ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশনে। সেখান থেকে আবার ট্রেনটি ফিরে আসবে ঢাকায়।

স্বপ্নের পদ্মা সেতুতে রেললাইন উদ্বোধনের জন্য আগামী ১০ অক্টোবর দিন নির্ধারণ করা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেললাইনের উদ্বোধন ঘোষণা করবেন। এর আগে আজ কমলাপুর-ভাঙ্গা রুটে চলকে ট্রায়াল রান।

আগামী ১০ অক্টোবর পদ্মা সেতুতে ট্রেন চলাচল উদ্বোধন করা হলেও এসংক্রান্ত পুরো রেল প্রকল্প শেষ হতে অবশ্য দেরি আছে। আপাতত ভাঙ্গা পর্যন্ত রেলপথ চালু হলেও প্রকল্পের আওতায় রেলপথ সংযুক্ত করবে যশোর পর্যন্ত পথ। পুরোটা ২০২৪ সালে জুনে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, গত আগস্ট পর্যন্ত প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে ৮২ শতাংশ। এর মধ্যে প্রথম ভাগে ঢাকা-মাওয়া অংশে অগ্রগতি ৮০ দশমিক ৫০ শতাংশ। এই অংশে শতভাগ রেললাইন হয়েছে। তবে চার স্টেশনের কোনোটির কাজই শতভাগ শেষ হয়নি।

দ্বিতীয় ভাগে মাওয়া-ভাঙ্গার কাজের অগ্রগতি ৯৬ দশমিক ৫০ শতাংশ। এই অংশে ব্যালাস্টেড ট্রাক ও সিগন্যালিংয়ের কাজ বাকি। নতুন চার স্টেশনের দুটির নির্মাণ শেষ, বাকি দুটি বাকি। আর শেষ ভাগে রয়েছে ভাঙ্গা-যশোর অংশের কাজ, যার অগ্রগতি ৭৮ শতাংশ। এই অংশে রেললাইন নির্মাণ প্রায় শেষ, মাত্র ১ শতাংশ বাকি। তবে ৯টি স্টেশেনের কোনোটির কাজই শেষ হয়নি।

সারাবাংলা/ইএইচটি/টিআর



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button