Uncategorized

রংপুরে গোসলে নেমে নিখোঁজ দুই এইচএসসি পরীক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

 

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে মুন্না মিয়ার (১৮) লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এখনও অপর ছাত্র নাইস আহমেদ (১৯) নিখোঁজ রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মুন্না ও নাইস নিখোঁজ হলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের উদ্ধারে অভিযানে নামে। বৃহস্পতিবার রাতে বড়াইবাড়ী ঘাটে মুন্নার মরদেহ ভেসে উঠে। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।   গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, মুন্নার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া বাজার সংলগ্ন তিস্তা নদীতে তারা নিখোঁজ হন।

মুন্না মিয়া নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া আবাসনপাড়া এলাকার হাসেম আলীর ছেলে এবং নাইস আহমেদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গনেশের বাজার এলাকার মোনাব্বর হোসেনের ছেলে। তারা দুজনেই এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

স্থানীয়রা জানান, বুধবার সকালে নোহালী ইউনিয়নের কচুয়া বাজারের পাশে তিস্তা নদীর ধারে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নামেন কয়েকজন। সকাল ১১টার দিকে সবাই ওপরে উঠে আসলেও  মুন্না ও নাইস পানিতে তলিয়ে যান। খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button