Uncategorized

ভাঙ্গায় একজনকে পিটিয়ে হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট | বাংলাদেশ প্রতিদিন

৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:৩৯

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় একজনকে পিটিয়ে হত্যা,   
বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। এর পর একজনকে পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় ঐ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দিবাগত শেষ রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত রাসেল শেখ মারা যায়। নিহত যুবক ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দি  মহল্লার জাকির শেখের পুত্র রাসেল শেখ (২৪)।  

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ভাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ডের হোগলাকান্দি মহল্লার মাঠে হোগলাকান্দি ও বাইশাখালি মহল্লার যুবকদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলা চলাকালে বাইশাখালি মহল্লার খেলোয়াড়দের সাথে সাথে হোগলাকান্দি মহল্লার যুবকদের কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতি হয়। এরপর বুধবার সন্ধ্যা ৭টার দিকে হোগলাকান্দী মসজিদের সামনে হোগলাকান্দী মহল্লার রাসেলের উপর বাইশাখালী মহল্লার কয়েক যুবক হামলা করে পালিয়ে যায়। এ সময় তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। গুরুতর আহত রাসেলকে প্রথম ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই তার  অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত শেষ রাতে রাসেলের মৃত্যু হয়।

রাসেলের মৃত্যুর খবর এলাকায় পৌছালে বৃহস্পতিবার সকাল ৭টার দিকেই হোগলাকান্দি মহল্লার  কয়েকশত মানুষ দেশি অস্ত্র নিয়ে  বাইশাখালি মহল্লায় ব্যাপক ভাঙচুর ও  লুটপাটের ঘটনা ঘটায়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 
ভাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আইয়ুব আলী বলেন, ফুটবল খেলা নিয়ে হাতাহাতির ঘটনা থেকে মারামারি হয়। আহত রাসেলের মৃত্যুর খবর পাওয়ার পর বৃহস্পতিবার সকালে হোগলাকান্দি মহল্লার  কয়েকশত মানুষ দেশি অস্ত্র নিয়ে বাইশাখালি মহল্লার ৩০টির অধিক বাড়িঘর ভাঙচুর করে। এ সময় ১৯টি গরু লুট করে তারা বাইশাখালি মহল্লা থেকে নিয়ে যায়। 
এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম জানান, ফুটবল খেলা নিয়ে যুবকদের মধ্যে মারামারি হয়। পরে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এলাকায় থমথম ভাব বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। 

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button