
বাবার অবাধ্য হয়ে উচ্ছৃঙ্খল ও অনৈতিক কার্যকলাপে সম্পৃক্ত হওয়ায় হবিগঞ্জের মাধবপুরে ২ ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন মো. আবু তাহের মিয়া (৪১)। গত ৩০ আগস্ট তিনি হবিগঞ্জ নোটারি পাবলিকের কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে ছেলেদের ত্যাজ্য ঘোষণা করেন।
মাধবপুরের ৭ নম্বর জগদীশপুর ইউনিয়নের মধ্য বেজুড়া গ্রামের মৃত জয়দর আলীর ছেলে মো. আবু তাহের মিয়া। তার স্বাক্ষর করা এফিডেভিট নম্বর ৬৭১৫।
এফিডেভিটে উল্লেখ করা হয়, আবু তাহের মিয়ার ছেলে ওমর ফারুক সাগর ও মো. মাহমুদুল হাসান আকাশ জন্মদাতা বাবার কথায় কর্ণপাত না করে অবাধ্য জীবন যাপন করেন। পিতার আদেশ-উপদেশ অমান্য করিয়া পরনারী ও স্বেচ্ছাচারী হয়ে অনৈতিক কার্যকলাপে জড়িত। সাগর এবং আকাশের কার্যকলাপে পিতার মানসম্মান ক্ষুণ্ন হচ্ছে। পৈত্রিক ভিটা ছেলেদের নামে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে। বাড়ি থেকে পিতাকে জোরপূর্বক বিতাড়িত করে দেওয়ার জন্য তাহেরকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ছেলেদ্বয়ের অত্যাচার ও জুলম নির্যাতনে অতিষ্ঠ হয়ে ত্যাজ্য ঘোষণা করে ওই দুই ছেলের সঙ্গে পারিবারিক, সামাজিকসহ সকল ধরনের সম্পর্ক ছিন্ন করে স্থাবর-অস্থাবর সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত ঘোষণা দিয়েছে।