Uncategorized

ছাত্রাবাস থেকে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক | বাংলাদেশ প্রতিদিন

৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:২৪

জয়পুরহাট প্রতিনিধি

ছাত্রাবাস থেকে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

জয়পুরহাট পৌর শহরের চিত্রাপাড়া এলাকা থেকে ১৫০ কেজি গাঁজাসহ দুই শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

আটক ব্যক্তিরা হলেন-জয়পুরহাট পৌর শহরের চিত্রাপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সাব্বির হোসেন ও মৃত খলিল মন্ডলের ছেলে রতন মন্ডল।

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। জয়পুরহাট শহরের চিত্রাপাড়া এলাকায় একটি ছাত্রাবাসে বিপুল পরিমাণ গাঁজা মজুদ করে জেলার বিভিন্ন স্থানে মাদক কারবারিদের কাছে বিক্রি করা হয়, এমন গোপন সংবাদ আসে র‌্যাবের কাছে। গত রাতে র‌্যাবের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় কাগজে মোড়ানো অবস্থায় ১৫০ কেজি গাঁজাসহ সাব্বির ও রতনকে আটক করা হয়।

র‌্যাব অধিনায়ক আরও জানান, ভারত সীমান্ত থেকে গাঁজা নিয়ে এসে ওই ছাত্রাবাসে মজুদ করে গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। ছাত্রাবাসের আড়ালে সেখান থেকে গাঁজা নওগাঁ, দিনাজপুর, বগুড়াসহ জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে ক্ষুদ্র মাদক কারবারিদের কাছে বিক্রি করা হতো। এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ছাড়া গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম, স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুলসহ সাংবাদিকরা।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button