
বাবুগঞ্জে খালের পানিতে ডুবে তামান্না তামিদার (১৫) নামের এক দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাকুদিয়া নতুন হাট এলাকায় এ ঘটনা ঘটে।
তামান্না দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের আব্দুল বারেক তামিদারের মেয়ে এবং তিনি জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী ছিলেন।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল বলেন, তামান্না সকালে বাড়ির পাশের খালে হাতমুখ ধুতে যায়। এ সময় সে পানিতে পরে যায়। সাঁতার না জানায় খালের গভীর পানিতে ডুবে যায় সে। পরে তামান্নাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরবর্তীতে আশেপাশের লোকজন মিলে ২ ঘণ্টা জাল দিয়ে খোঁজাখুঁজি করে তামান্নাকে উদ্ধার করতে সক্ষম হন।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়।