Uncategorized

ধূসর ও বেগুনি রঙে বাজারে আসছে নকিয়া জি৪২

নকিয়া জি৪২ ফোনে ট্রিপল ক্যামেরা ইউনিট রয়েছে। ছবি: নকিয়া নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিল নকিয়া। নকিয়া জি৪২ আগামী ১১ সেপ্টেম্বর ভারতের বাজারে কিনতে পাওয়া যাবে বলে কোম্পানি এক্স প্ল্যাটফর্মে (টুইটার) এক ঘোষণায় জানিয়েছে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে বলেছে, অ্যামাজনে ফোনটি ধূসর ও বেগুনি রঙয়ের বলে ফোনটিকে তালিকাভুক্ত করা হয়েছে।

জুন মাসে নকিয়া জি৪২ ফোনটি ইউরোপের বাজারে ছাড়া হয়। ইউরোপে ফোনটির ৬ জিবি ‍র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ১৯৯ ইউরো (প্রায় ২০ হাজার ৮০০ রুপি)। 

ভারতে উৎপাদিত ফোনটিতে ৬৫ শতাংশ রিসাইকল্ড উপকরণ ব্যবহারের দাবি করা হয়েছে। 

নকিয়া জি৪২ ফোনটির স্পেসিফিকেশন 
পিছনের ক্যামেরা: ট্রিপল ক্যামেরা ইউনিট–একটি ৫০ মেগাপিক্সেল সেন্সর ও দুইটি ২ মেগাপিক্সেল সেন্সর 
সেল্ফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল সেন্সর 
নেটওয়ার্ক: ৫জি 
ডিসপ্লে: ৬.৫৬ ইঞ্চি এইচডি ‍+ (৭২০ x ১৬১২ পিক্সেল) এলসিডি 
রিফ্রেশ রেট: ৯০ হার্জ 
অপারেটিং সিস্টেম: অ্যানড্রয়েড ১৩ (দুই বছর পর্যন্ত আপডেট দেওয়া হবে) 
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ ‍+ 
মেমোরি: ৬ জিবি র‍্যাম
ভার্চুয়াল র‍্যাম: ৫ জিবি 
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি 
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চার্জিং: ২০ ওয়াট 
রঙ: ধূসর ও বেগুনি



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button