Uncategorized

চার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে শাকিব খানের আইনি নোটিশ

ক্রিকেট বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সূচি অনুযায়ী আগামী ৫ অক্টোবর গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড। তাই ক্রিকেট জ্বর শুরু হয়ে গেছে। তার প্রভাব পড়েছে দেশের শোবিজ জগতেও।

তাই আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে শোবিজ তারকাদের নিয়ে জমজমাট ক্রিকেট লিগের আসর ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)’। তারকাদের নিয়ে আটটি দল গঠন করা হয়েছে। এ টুর্নামেন্ট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

১০-১৫ জন তারকা নিয়ে একেকটি দল গঠন করা হয়েছে বলে জানা গেছে।

আটজন নির্মাতা আটটি দলের নেতৃত্ব দেবেন। তারা হলেন- গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। প্রতি দলে পুরুষ তারকাদের পাশাপাশি নারী তারকারাও অংশ নেবেন।

জানা গেছে, গিয়াসউদ্দিন সেলিমের দলে খেলবেন- শ্যামল মাওলা ও মৌসুমী হামিদসহ অনেকেই। চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, বাপ্পী চৌধুরী, নিলয় আলমগীর, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, নির্মাতা তুহিন হোসেনসহ অনেকেই খেলবেন সালাহউদ্দিন লাভলুর দলে।

নির্মাতা শিহাব শাহীনের দলে আরেফিন শুভ, মিথিলা, সাফা কবির খেলেবেন। এছাড়া পরীমণি ও তমা মির্জা খেলবেন চয়নিকা চৌধুরীর দলে।

দীপংকর দীপনের দলে এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল ও জিয়াউর রোশান এবং মোস্তফা কামাল রাজের দলে শরিফুল রাজ ও মেহজাবীন; রায়হান রাফীর দলে আফরান নিশো ও সিয়াম আহমেদের মতো তারকারা খেলবেন।

এছাড়া চিত্রনায়ক সাইমন সাদিক, স্পর্শিয়া, তানজিন তিশা ও জাহারা মিতুর মতো অভিনয়শিল্পীরাও খেলতে পারেন বলে জানা গেছে।

বিজয়ী দলের জন্য লাখ টাকারও বেশি পুরস্কার রয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে রয়েছে ট্রফি।

তারকাদের ক্রিকেট লিগ নিয়ে সালাহউদ্দিন লাভলু বলেন, বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে। এটি আমাদের জন্য আনন্দের। আশা করছি, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে। ক্রিকেট টিমকে উজ্জীবিত করতে আমাদের এই প্রয়াস। ক্রিকেটারদের মানসিক সাপোর্ট দেওয়া খুবই জরুরি। সেই বোধের জায়গা থেকেই আমরা একত্র হয়েছি। এখানে জয়-পরাজয় কোনো ব্যাপার নয়। অংশগ্রহণই বড় ব্যাপার। আশা করছি, শিল্পীদের তরফ থেকে সুন্দর একটি ক্রিকেট খেলা উপহার দিতে পারব দর্শকদের।

দীপংকর দীপন বলেন, সিসিএল দারুণ একটি আয়োজন। ক্রিকেট নিয়ে আমাদের যে উন্মাদনা, সেই উন্মাদনার অংশ হিসেবে আমরা এতে অংশ নিচ্ছি। এছাড়া আগামীতে বাংলাদেশের জাতীয় দল ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে– তাদের উৎসাহ দিতেই আমাদের এ আয়োজন। আশা করি পুরো আয়োজনটি আনন্দের হবে।

চয়নিকা চৌধুরী বলেন, এমন একটি আয়োজনে নিজের দল নিয়ে মাঠে নামতে পারা সত্যিই অনেক ভালোলাগা কাজ করবে। আটটি দলে হবে এই ক্রিকেট ম্যাচ। প্রতিটি দলেই খেলবেন পছন্দের তারকারা। আশা করি পুরো তিন দিনের এই ম্যাচ সবার কাছেই উৎসবের হবে।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, আসলে ক্রিকেট খেলার চেয়ে বড় হচ্ছে উৎসাহ। আমরা সবাই একসঙ্গে কয়েকটি দিন ব্যাট-বলের খেলা উদযাপন করব। হারজিত এখানে মুখ্য নয়। ক্রিকেট নিয়ে আমাদের উন্মাদনাই এখানে আসল।

অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button