
মাদক সহ ৩ জনকে আটক করেছেন সিংগাইর থানা পুলিশ। পুলিশের দাবি আটককৃত তিনজনই মাদক ব্যবসায়ী সাথে জড়িত। তাদের কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়ার পর আদালতে সোপর্দ করা হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকালে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জানাগেছে সিংগাইর থানার এসআই শেখ তারিকুল ইসলাম গোপন সংবাদের সূত্র ধরে সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার রাতে উপজেলার ধল্লা লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে আটক করেন। আটককৃতরা হলো ঢাকা জেলার ধামরাইয়ে ফোর্ডনগর গ্রামের রায়হান ( ৩০) সাভারের গেন্ডা এলাকার আশিক(২৮) ও কোরবান হোসেন ((২৭) ।