
যানবাহন চলাচলের দ্বিতীয় দিন আজ সোমবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে (উড়াল সড়ক) গাড়ির চাপ বেড়েছে। তবে ধীরগতি লক্ষ্য করা গেছে উঠা-নামার স্থানগুলোতে।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে এক্সপ্রেসওয়ে ঘুরে দেখা গেছে, সকালে এক্সপ্রেসওয়েতে যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গাড়ির সংখ্যা। সবাই এক ধরনের উচ্ছ্বাস নিয়েই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেন। বিমানবন্দর থেকে ফার্মগেট; ঘণ্টার পথ পাড়ি দেন ১০ থেকে ১২ মিনিটে। দ্রুত সময়ে কর্মস্থলে যেতে পেরে খুশি তারা।
এক্সপ্রেসওয়েতে চোখে পড়েনি কোনো বাস, ট্রাক কিংবা গণপরিবহন। তাই নিচের রাস্তায় সেই চিরাচরিত যানজট ঠেলে গণপরিবহনে সাধারণ মানুষকে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। যা নিয়ে আক্ষেপ করেন কেউ কেউ।
রোববার ভোর ছয়টা থেকে এই উড়ালসড়কে যানচলাচল শুরু হয়। প্রথম দিনে ২২ হাজার ৮০৫টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা।
গত শনিবার বিকেলে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার উড়ালসড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নিজেই প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে গাড়িতে করে উড়ালসড়ক পার হন।