Uncategorized

হারল্যান স্টোরে চলছে মৌসুমী ছাড়

আমেরিকান ব্র্যান্ডের অথেনটিক ও মানসম্মত কসমেটিকস নিয়ে দেশব্যাপী চালু হওয়া হারল্যান স্টোরের এক্সক্লুসিভ সব আউটলেটে চলছে মৌসুমী ছাড়ের বিরাট অফার। ‘মুনসুন মেগা সেল’ অফারে নিওর, লিলি ও ব্লেইজ ও স্কিনের সকল পণ্যের ওপর চলছে আকর্ষণীয় বাণ্ডেল অফারে ৩০% পর্যন্ত ছাড়।

হারল্যান স্টোরের হেড অব অপারেশনস আব্দুল আলিম শিমুল বলেন, বৃষ্টি বিলাসের পাশাপাশি স্কিন কেয়ারের এক নতুন মাত্রা নিয়ে এসেছে হারল্যান স্টোর। দেশের সবকটি আউটলেটে একযোগে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অফার।

এই অফারের আওতায় নিওরের ডিপ ক্লিন ফেস ওয়াশ, স্মুদিং জেল ও সুপার লং লাস্টিং আইলাইনার এই তিনটি প্রোডাক্টের বান্ডেল অফার চলছে ১২ শত ছিয়ানব্বই টাকা। ব্লেইজ ও স্কিনের ২৫০ মিলি মাইসেলার ওয়াটারের সঙ্গে ৫০ মিলির ইলেভেন্থ আওয়ার স্লিপিং মাস্ক ক্রিম এর দাম ২ হাজার ৪১৫ টাকা। এছাড়া লিলি ব্র্যান্ডের ১০০ এম এল এলয় ফেস ওয়াশের সঙ্গে ২৫০ এম এল এর স্মুদিং জেল একসঙ্গে মাত্র ৪০৫ টাকায় পাওয়া যাচ্ছে।

অফারটি চালু থাকবে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। এসব স্টোরে বরাবরের মতো থাকছে স্কিন এনালাইজিং মেশিন ব্যবহারের সুযোগ। একদম ফ্রিতে স্কিন এনালাইজ করে ত্বক পরীক্ষা করে জানা যাবে কোন কসমেটিক্স আপনার ত্বকের জন্য উপযোগী।



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button