
সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটগুলোয় নতুন পাট বেচা কেনা শুরু হয়েছে। উপজেলার কয়েকটি হাটে পাট বেশী দরে বিক্রি হলেও গত শুক্রবার উল্লাপাড়া হাটে পাট মণ প্রতি ৭’শ থেকে ৮ শত টাকা কম দরে বিক্রি করতে দেখা গেছে। এতে অনেক কৃষক পাটের দর না পাওয়ায় পাট ফেরত নিয়ে বাড়ি যেতে দেখা গেছে।
গত শুক্রবার উল্লাপাড়া হাট, রবিবার কয়ড়া ও বোয়ালিয়া হাট সহ বেশ কয়েকটি হাটে প্রতি মণ পাট ২ হাজার ৮’শ থেকে ৩ হাজার ৬’শ টাকা দরে বিক্রি হয়েছে। এতে কৃষক পাটের এ দর পেয়ে খুশি ছিলো কিন্তু শুক্রবার উল্লাপাড়া হাটে পাটের দর কমে যাওয়ায় অনেক কৃষক ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে পাট ফেরত নিয়ে বাড়িতে চলে যায় তারা।
উল্লাপাড়া হাটে পাট বিক্রি করতে আসা কৃষক আব্দুস সালাম, আক্কাস আলী ও মিজানুর রহমান জানান, গত হাটে তোষা পাট মণ প্রতি ২ হাজার ৪’শ টাকা থেকে ২ হাজার ৮’শ টাকায় কেনা বেচা হয়। আর মেছতা পাট ৩ হাজার ৪’শ টাকা থেকে ৩ হাজার ৬’শ টাকা মণ দরে বিক্রয় করেছেন তারা। কিন্তু শুক্রবার সেই পাট ৭’শ থেকে ৮’শ টাকা কম দরে বিক্রি করতে দেখা গেছে।
এ বিষয়ে পাট ব্যবসায়ীরা বলছেন গত হাটে পাটের দর আজকের হাটের দরের চেয়ে বেশী ছিলো। ব্যবসায়ীরা মিলারদের কাছে পাট বিক্রি করে সেই টাকা না পাওয়ায় টাকার আমদানি কম থাকায় অনেক ব্যবসায়ী পাট ক্রয় করছে কম। পাটের আমদানি বেশী হওয়ায় এবং ব্যবসায়ী কম থাকায় পাটের দর কমে
গেছে। ব্যবসায়ীরা বিভিন্ন হাট থেকে পাট কিনে উপজেলা সদরের পাট বন্দরে আনছেন। এখান থেকে দেশের বিভিন্ন এলাকার মিলে পাট বিক্রি করা হচ্ছে।
আরও পড়ুন- সুপার জয়ে সুপার ফোরের লড়াইয়ে বাংলাদেশ
উপজেলা কৃষি অফিস থেকে জানানো হয় এবারের মৌসুমে সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে ২০ হেক্টর বেশী জমিতে পাট চাষ হয়েছে। এবার মোট ১ হাজার ৬’শ ২০ হেক্টর পরিমাণ জমিতে পাট চাষ হয়েছে।
কৃষি অফিস থেকে ৪’শ ৭০ জন কৃষককে কৃষি প্রণোদনায় পাট বীজ দেওয়া হয়। কৃষি প্রণোদনার বীজে মোট প্রায় ৪’শ ৭০ বিঘা জমিতে কৃষকেরা পাট ফসলের আবাদ করেছেন। এরই মধ্যে আবাদের বেশী পরিমাণ জমির পাট কাটা হয়েছে। কৃষকের ঘরে নতুন পাট উঠেছে।
উল্লাপাড়া উপজেলা সদরের পাট বন্দরে গিয়ে দেখা গেছে হাট থেকে কেনা পাট গুদামে নামানো হচ্ছে।
এ সময় একাধিক ব্যবসায়ী বলেন, উল্লাপাড়া উপজেলার হাটগুলো ছাড়াও অন্য উপজেলা এলাকার কয়েকটি হাট থেকে পাট কেনা হয়। পাবনার বেড়া, শাহজাদপুরের তালগাছি হাট থেকে কেনা পাট ব্যবসায়ীরা উল্লাপাড়া পাট বন্দরে আনেন। উল্লাপাড়া উপজেলা সদরের হাটে সপ্তাহের দুইদিন শুক্রবার ও সোমবার বিপুল পরিমাণ পাট কেনাবেচা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।