Uncategorized

ভুলেও যা করবেন না বিমানের টয়লেটে

সোমবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:১৬:৪৫

ভুলেও যা করবেন না বিমানের টয়লেটে

ভুলেও যা করবেন না বিমানের টয়লেটে

এক্সক্লুসিভ ডেস্ক : বাসে টয়লেট নেই। তবে ট্রেনে আছে। কিন্তু বিমানের টয়লেট অন্যসব যানবাহনের থেকে আলাদা। কেননা, আকাশে টয়লেট ব্যবহারের কিছু নিয়ম আছে। যেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে।

কাছের দূরত্ব হলে দরকার পড়ে না। তবে দূরের যাত্রা হলে বিমানে দুই একবার টয়লেটে যাওয়ার দরকার পড়েই থাকে। তবে অনেকেই হয়তো জানেন না যে, বিমানের টয়লেটে গেলে মাস্ক পরে নেওয়া উচিত। এটি বাধ্যতামূলক নয় বটে, তবে স্বাস্থ্যের কথা ভেবেই এই অলিখিত নিয়মটি রয়েছে। প্রাক্তন কেবিন ক্রু-এর পরামর্শ, বিমানের টয়লেটে সবসময় মাস্ক পরা উচিত। 

এটি স্বাস্থ্যের পক্ষে থেকে ভালো। টয়লেটে সঠিক বায়ু চলাচল না থাকায় দূষিত বাতাস বাইরে বের হতে পারে না। এর অর্থ, আপনি যতবার টয়লেটে যাবেন, ততবার দূষিত বাতাস আপনার ভিতরে প্রবেশ করবে। তাই দীর্ঘ দূরত্ব যাত্রার সময় দূষণ প্রতিরোধের জন্য মাস্ক পরে নেওয়া উচিত। আরও পড়ুন: যতদিন সিম বন্ধ থাকলে মালিকানা চলে যায়

​বিমানযাত্রা থেকে ঘরে ফ্রেশ হয়ে নিন: বিমানের টয়লেট যেহেতু অনেকেই ব্যবহার করেন তাই টয়লেট ব্যবহার করলে বাড়ি ফিরেই ফ্রেশ হয়ে নিন। এটা আপনার ব্যক্তিগত সুরক্ষার জন্যই। এটা বাস, ট্রেন ভ্রমণের সময়ও করা উচিত।

​প্লেনে ভুলেও ব্রাশ করতে যাবেন না: যারা বিমানে বহুবার ভ্রমণ করেছেন বা প্রথমবার ভ্রমণ করছেন তাদের সকলের জন্য কেবিন ক্রুদের সতর্কবার্তা, প্লেনে ভুলেও দাত ব্রাশ করতে যাবেন না। প্লেনে ব্রাশ করার প্রয়োজন হলে সঙ্গে পানির বোতল রাখুন। অথবা ব্রাশ করা এড়িয়ে চলুন।

​টয়লেটে কিছু স্পর্শ করবেন না: বিমানের টয়লেটে কোনও কিছুই স্পর্শ না করার পরামর্শ দিচ্ছেন কেবিন ক্রুরা। তাদের মত, টয়লেটের প্রায় সব অংশই এড়িয়ে চলা উচিত। তা সে দরজার হাতল ধরা হোক বা কমোডের ফ্ল্যাশ। সম্ভব হলে হাতের পরিবর্তে পা ব্যবহার করুন। না হলে গ্লাভস্ পরে বা টিস্যু পেপার হাতে জড়িয়ে স্পর্শ করুন। টয়লেটের লু রোলও ব্যবহার করতে পারেন। আজকাল পাবলিক টয়লেট ব্যবহারের জন্য কিছু সেফটি শিল্ড বাজারে বা অনলাইনে কিনতে পাওয়া যায়। যেমন ডিসপোজাল টয়লেট সিট কভার, গ্লাভস্ ইত্যাদি চেষ্টা করুন সেগুলো ব্যবহার করার।সূত্র: এই সময়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button