Uncategorized

নেত্রকোনায় ঝড়ে নৌকা ডুবে জেলের মৃত্যু, নিখোঁজ ২

হাওর। ফাইল ছবি নেত্রকোনায় হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দুই জেলে। তাঁদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। 

গতকাল রোববার রাত ৩টার দিকে জেলার কলমাকান্দা ও মোহনগঞ্জে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। 

নিখোঁজ দুজন হলেন—কলমাকান্দা উপজেলার অনিল দাস (৪৫) ও মোহনগঞ্জ উপজেলার দুলাল তালুকদার (৬০)। তবে কলমাকান্দা উপজেলার আব্দুল কুদ্দুস (৩৮) নামের এক জেলের লাশ সকালে উদ্ধার করেছে এলাকাবাসী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে কলমাকান্দার সোনাডুবি হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে যায় ৭-৮ জন জেলে। রাত ৩টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে নৌকাটি ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠলেও আব্দুল কুদ্দুস ও অনিল দাস নামে দুই জেলে নিখোঁজ হন। পরে সকালে আব্দুল কুদ্দুসের লাশ স্থানীয়রা উদ্ধার করে। তবে আজ সোমবার দুপুর দেড়টা পর্যন্ত অনিল দাসকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ভোর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

এদিকে মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরে রাতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ হন দুলাল তালুকদার নামের এক জেলে। রাত ৩টার দিকে হঠাৎ ঝড়ে নৌকা ডুবে গেলে নৌকায় থাকা দুজনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠে যায়। আর দুলাল তালুকদার পানিতে ডুবে নিখোঁজ হন। তাঁকে উদ্ধারে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। দুপুর দেড়টা পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। 

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, নৌকা ডুবির ঘটনায় এজেন জেলের লাশ সকালে উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজ অনিল দাসের খুঁজতে চেষ্টা চলছে। উদ্ধারের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী বলেন, দুলাল তালুকদারকে খুঁজতে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালাচ্ছেন। এদিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এখনো এসে পৌঁছেনি।



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button