Uncategorized

আলাউদ্দিন খোকন আর নেই

ডেস্ক নিউজ,চট্টগ্রাম ব্যুরো- চট্টগ্রামের সংস্কৃতিকর্মী ও সংগঠক আলাউদ্দিন খোকন (৫০) আর নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে নগরীর লাভলেইনের ভাড়া বাসা থেকে জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষেবীরাঙ্গনা রমা চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় যাওয়ার পথে অসুস্থতা বোধ করলে তাকে চমেক হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডেভর্তি করা হয়েছিল। পরবর্তিতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। 

এরপর রাতে মরদেহ ফিরোজশাহ এলাকার বোনের বাসায় নিয়ে যাওয়া হয়। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্তজেলা শিল্পকলা একাডেমিতে রাখা হবে আলাউদ্দিন খোকনের মরদেহ। জোহর নামাজের পর ফিরোজশাহ বড় মসজিদে নামাজেজানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, আলাউদ্দিন খোকনের গ্রামের বাড়ি বরিশালে হলেও তিনি পরিবার নিয়ে চট্টগ্রামেই স্থায়ী ছিলেন। দুই দশকেরও বেশি সময়ধরে তিনি প্রয়াত লেখিকা ও বীরাঙ্গনা রমা চৌধুরীর ছায়াসঙ্গী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছেশোকের ছায়া।

The post আলাউদ্দিন খোকন আর নেই appeared first on সরেজমিন বার্তা.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button