Uncategorized

রাজবাড়ীতে বিএনপির ২৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২৮

পুলিশের করা মামলায় গ্রেপ্তারকৃত ২৮ আসামি। ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলায় ১১৬ জনের নাম উল্লেখসহ বিএনপির ২ হাজার ৮১৬ জন নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। মামলায় ২৮ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করেছে সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার বাবুপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে আবুল কালাম মো. আজাদ (৪০), মো. করিম শেখের ছেলে মো. ইউসুফ শেখ (২৮), রামনগর গ্রামের মৃত আব্দুল করিম মোল্লার ছেলে সেলিম মোল্লা (৩৩), চন্দনী উত্তর পাড়ার মো. গফুর শেখের ছেলে মো. সাইফুল শেখ (২০), ঢেকিগাড়িয়া গ্রামের মো. মাজেদ মোল্লার ছেলে মো. মুরাদ মোল্লা (২২), বারাইজুড়ি গ্রামের মো. সালাম ঠাকুরের ছেলে মো. রেজাউল ঠাকুর (২৮), গোপিনাথদিয়া (শ্রীপুর) এলাকার মো. টোকন প্রামানিকের ছেলে মো. পাপ্পু প্রামানিক (১৪), গৌরীপুর গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে মো. রানা মোল্লা (১৫), শাইলকাঠি গ্রামের মৃত লতিফ খন্দকারের ছেলে মো. জালাল খন্দকার (৪০), মাধব লক্ষীকোল গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে মো. কোরবান মোল্লা (৪৫), ভবদিয়া খারঘুনা এলাকার মৃত মোকাই সরদারের ছেলে মো. কুদ্দুস সরদার (৩০), বিলনয়াবাদ গ্রামের মো. সেলিম বিশ্বাসের ছেলে মো. অন্তর বিশ্বাস (১৬), গোপিনাথদিয়া (শ্রীপুর) এলাকার মো. মাজেদ শেখের ছেলে মো. সজিব শেখ (১৫), বালিয়াকান্দি উপজেলার তেনাই গ্রামের মো. নাছের শেখের ছেলে মো. রুহুল আমিন (২২), শামুক খোলা গ্রামের মৃত আনসার আলীর ছেলে অহিদুল ইসলাম (২৫), শামুকখোলা গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. কৌশিক শেখ (২৫), তেনাই গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে মো. মামুন শেখ (২২), সোনাপুর গ্রামের মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে মো. রবিউল ইসলাম রুবেল (৩১), গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ দেওয়ানপাড়া ২ নম্বর ওয়ার্ডের সোনাই শেখের ছেলে মো. সাগর শেখ (২২), পূর্ব তেনাপচার মো. রশিদ শেখের ছেলে মো. রবিন শেখ (২০), পূর্ব তেনাপচার মো. সালাম শেখের ছেলে মো. সজিব শেখ (২০), খুদিরাম সরদার পাড়া ৫ নম্বর ওয়ার্ডের মৃত হরিপদ বিশ্বাসের ছেলে সুরেশ বিশ্বাস (৫৩), পাংশা উপজেলার চাঁদপুর কুড়িপাড়ার আজম মোল্লার ছেলে মো. হৃদয় (১৯), গোলাবাড়ী বনগ্রামের মো. আবুল কালামের ছেলে মো. শিহাব খান (১৮), আশুর হাট গ্রামের ইমান আলী শেখের ছেলে মো. আলী শেখ (৩৬), পুঁইজোর গ্রামের আব্দুল জলিলের ছেলে তৌহিদুর রহমান (৩০), মৃত ইউসুফ হোসেনের ছেলে ও মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের প্রভাষক আরিফুল ইসলাম (৫২), কালুখালী উপজেলার হেলঞ্চা গ্রামের আব্দুল গফুর বিশ্বাসের ছেলে মো. সোহাগ বিশ্বাস (২২)।

মামলার নথি থেকে জানা যায়, রাজবাড়ীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা থেকে পুলিশের ওপর হামলা ও ভাংচুর করে নেতাকর্মীরা। এ অভিযোগে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বাদী হয়ে গতকাল শনিবার রাতে ১১১ জনের নাম উল্লেখ করাসহ ২ হাজার থেকে ২ হাজার ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ ২৮জনকে গ্রেপ্তার দেখান।

মামলার নথি থেকে আরও জানা যায়, বিএনপির নেতাকর্মীদের একটি অংশ রাজবাড়ী রেলওয়ে স্টেশনে অবৈধভাবে প্রবেশ করে রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু, উপপরিদর্শক (এসআই) বিধান চন্দ্র মল্লিক ও কনস্টেবল শারমিনা খাতুনের ওপর হামলা চালান। এ অভিযোগে রাজবাড়ী জিআরপি থানার এসআই বিধান চন্দ্র মল্লিক বাদী হয়ে রেলওয়ে থানায় ৫ জনের নাম উল্লেখ করাসহ সাড়ে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে আরেকটি মামলা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বাদী হয়ে গতকাল শনিবার রাতে ১১১ জনের নাম উল্লেখ করাসহ ২ হাজার থেকে ২ হাজার ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় ২৮ জনকে গ্রেপ্তার করে আজ রোববার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, হামলার ঘটনায় রাজবাড়ী জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) বিধান চন্দ্র মল্লিক বাদী হয়ে রেলওয়ে থানায় ৫ জনের নাম উল্লেখ করাসহ সাড়ে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে আরেকটি মামলা করেছেন। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button