
চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর মালিবাগ লেভেল ক্রসিং এলাকায় অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এ কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রবিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টা থেকে মালিবাগ রেললাইন অবরোধ করেন শ্রমিকরা। আন্দোলনে আটকা পরেছে ঢাকা হতে উত্তরের জেলা রংপুর ও কুড়িগ্রামগামী রংপুর এক্সপ্রেস টেনটি।
এখন পর্যন্ত ঢাকা থেকে তারাকান্দি যাওয়া অগ্নিবীমা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ও একটি লোকাল ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। ট্রেনগুলো স্টেশনে আটকা রয়েছে। এতে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
আরও পড়ুন- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৪
রেল শ্রমিকরা জানিয়েছেন, বাংলাদেশ রেলওয়েতে দীর্ঘদিন কর্মরত অস্থায়ী শ্রমিকদের সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন চলমান। বারবার রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের দারস্থ হয়েও কারও কাছ থেকে কোনো পদক্ষেপ বা কার্যকর ভূমিকা পাওয়া যায়নি। এতে শ্রমিকরা উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে চার ডিভিশনের অস্থায়ী শ্রমিকদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় প্রতিনিধিদের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকায় রেলপথ অবরোধ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (২ সেপ্টেম্বর) এর মধ্যে চাকরি স্থায়ীকরণে কোনো পদক্ষেপ না নেওয়ায় এ কর্মসূচি পালন করছেন রেল শ্রমিকরা। এর আগে অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়। এ কারণে ১৬ জুলাই থেকে আন্দোলন স্থগিত ছিল।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, ‘সকাল ১০টার দিকে মালিবাগ লেভেল ক্রসিং এলাকায় অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে।’
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।