
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১৫ ওভারে ৮৬/২ (নাজমুল হোসেন শান্ত ১৮*, মেহেদী হাসান মিরাজ ২৭*; তাওহীদ হৃদয় ০, মোহাম্মদ নাঈম ২৮)
আত্মবিশ্বাসী সূচনা ছিল বাংলাদেশের। বিনা উইকেটে পাওয়ার প্লেতেই যোগ হয় ৬০ রান। কিন্তু পাওয়ার প্লের শেষ বলে নাঈম বোল্ড হলে মুহূর্তেই সেই আত্মবিশ্বাসী অবস্থান থেকে বাংলাদেশকে ব্যাক ফুটে চলে যেতে হয়েছে। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তাওহীদ হৃদয় নামলেও কিছুই করতে পারেননি। গুলবাদিন নাঈবের বলে দারুণ ক্যাচে শূন্য রানে আউট হয়েছেন। তাতে চার বলের ব্যবধানে পড়েছে দ্বিতীয় উইকেট।
দারুণ সূচনায় অবদান রেখে আউট নাঈম
প্রথম ম্যাচে বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়েছিল বাংলাদেশ। আফগানদের বিপক্ষে অবশ্য ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই তারা মাঠে নেমেছে। ওপেনিং অর্ডারে নামানো হয় মিরাজকে। নতুন সঙ্গী পেয়ে নাঈমও যেন হাত খুলে মারার আত্মবিশ্বাস পেলেন। শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন তিনি। মিরাজ শুরুতে খোলসবন্দি থাকলেও পরে হাত খোলা শুরু করেছেন। মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো এই জুটি ভাঙে নাঈমের বিদায়ে। পাওয়ার প্লের শেষ ওভারে মুজিব তাকে দারুণ এক স্পিনে পরাস্ত করেছেন। ৩২ বলে ৫ চারে ২৮ রান করা নাঈম ফিরেছেন বোল্ড হয়ে। ওপেনিং জুটিতে যোগ হয় ৬০ রান।
নাঈম-মিরাজের ব্যাটে দারুণ সূচনা
প্রথম ম্যাচে লিটন-তামিম না থাকায় ওপেনিংয়ে ভালো জুটি পায়নি বাংলাদেশ। এবার নাঈমের সঙ্গে মিরাজকে মেক শিফট ওপেনার হিসেবে আফগানিস্তানের বিপক্ষে নামিয়ে ফলটা হাতে নাতেই মিললো। আট ওভারেই এই জুটি যোগ করেছে ৫০ রান। তাতে সাত ম্যাচ পর ওপেনিং জুটিতে ৫০ দেখলো বাংলাদেশ।
বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন
আফগানদের বিপক্ষে আজ এশিয়া কাপে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ঢুকেছেন আফিফ হোসেন, হাসান মাহমুদ ও শামীম হোসেন। আগের ম্যাচে অভিষেক করা তানজিদ হাসান, শেখ মেহেদী ও মোস্তাফিজ বাদ পড়েছেন। ব্যাটিং অর্ডারে আজ ওপেনিং করবেন মেহেদী হাসান মিরাজ।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত প্রসঙ্গে সাকিব বলেছেন তীব্র গরম ও উইকেটের ধরণই এর কারণ। শুরুতে ভালো পুঁজি এনে দেওয়ার লক্ষ্য তাদের। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ বলেছেন, টস জিতলে তারাও শুরুতে ব্যাট করতেন।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহীদী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নাঈব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি।
বাঁচা-মরার ম্যাচে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ
এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আজ ‘বি’ গ্রুপে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। লাহোরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান।
শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচে হতাশাজনক হারের পর বাংলাদেশ এখন ব্যাকফুটে। লঙ্কানদের বিপক্ষে ৫ উইকেটের হারে সুপার ফোরে ওঠার পথটাই কঠিন হয়ে গেছে! মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশের টিকে থাকতে হলে আজ রবিবার আফগানদের বিপক্ষে জয়ের কোনও বিকল্প নেই। অপর দিকে এটি আফগানদের আজ প্রথম ম্যাচ।