হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলার অবহেলিত উপজেলা জামালগঞ্জ। এ সরকারের আমলে সারাদেশে ব্যাপক উন্নয়ন হলেও এ উপজেলায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। জেলার সঙ্গে যোগাযোগের প্রধান সড়কসহ উপজেলার প্রত্যোকটি রাস্তার বেহাল দশা।
রোববার (২ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, জামালগঞ্জ থেকে জেলা সদরের মধ্যেবর্তী দিরাই সড়কের কাঠইর, উজ্জ্বলপুর-জাল্লাবাজের মধ্যেবর্তী ও জাল্লাবাজ-বাহাদুরপুর ব্রিজের উভয় পাশের অংশে ভাঙন।
এ ছাড়াও নতুনপাড়া, শাহপুর, গোলামীপুর, ছোট ঘাগটিয়া, বড় ঘাগটিয়া, উজ্জ্বলপুর, জাল্লাবাজ, বাহাদুরপুর, নোয়াগাঁও বাজার ও রুপাবালি অংশের মূল সড়কের বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য ছোট বড় খানাখন্দ। গেল বছরে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ এই সমস্ত সড়ক ও ব্রিজ নির্মাণ ও মেরামত না করায় ভোগান্তির অন্ত নেই।
এলাকাবাসী ও কয়েকজন পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের উন্নয়ন শুনি, কিন্তু জামালগঞ্জের রাস্তা-ঘাটের উন্নয়ন হয় না। আমাদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। জরুরি কোনো রোগীকে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে নিয়ে যাওয়া অসম্ভব। দ্রুত সংস্কার ও মেরামতের দাবি জানাই।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মালিক এ প্রতিবেদককে জানান, গেল বছরে ভয়াবহ বন্যায় রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা পরবর্তীতে রাস্তার সংস্কারের জন্য প্রকল্প তৈরি করে পাঠানো হয়েছে। ইমার্জেন্সি বাজেট দিয়ে রাস্তার ভাঙা অংশে মেরামত কাজ চলছে। বরাদ্দ পেলে দ্রুত কাজ বাস্তবায়ন করা হবে।