Uncategorized

ইউক্রেনের ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে রাশিয়ার হামলা

ইউক্রেনের ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে রাশিয়ার হামলা

এবার ইউক্রেনের ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে ভযারহ হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা খেরসন অঞ্চলের গুলেটস এলাকায় রুশ বাহিনী বড় ধরনের হামলা চালিয়েছে।

এ হামলায় যুক্তরাষ্ট্র নির্মিত একটি এম-৭৭৭ হাওইটজারসহ বেশ কয়েকটি সামরিক যান ধ্বংস করেছে বলে ওই অঞ্চলটিতে অভিযানের দায়িত্বে থাকা রুশ সেনা কর্মকর্তা রোমান কোদ্রিয়ান গণমাধ্যমকে জানিয়েছেন। খবর রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের।

সম্প্রতি ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ব্যাপক ড্রোন হামলা চালায়। ২০১৪ সালে রাশিয়ার দখল করে নেয়া ক্রিমিয়ার জোড়া সেতুতে শনিবার ফের ড্রোন হামলা চালায় ইউক্রেন।

এর পরই ইউক্রেনের ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র গুড়িয়ে দিতে এ ভয়াবহ হামলা চালায় রাশিয়া।এতে ইউক্রেনের একটি গুদামও ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলে দাবি করেছে রুশ বাহিনী।

রুশ বাহিনীর ওই হামলায় খেরসন অঞ্চলের গোঞ্চারনায়া, বুরগুনকা, ভেরোভকা ও অত্রডকামেনকা এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এসএম



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button