
উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের। উদ্বোধনী অনুষ্ঠানের সুধী সমাবেশে শেরে বাংলা নগরের বাণিজ্যমেলার পুরাতন মাঠে অংশ নেন আওয়ামী লীগের সকল সংগঠনের কয়েক লাখ নেতাকর্মী।
এ সমাবেশকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ছিলো উচ্ছ্বাস। তারা নানা রকম বেশভূষায় যোগ দেন সমাবেশে। বাহারি রঙের ক্যাপ, টিশার্ট ও ব্যানার-ফেস্টুনের সাথে ছিলো ব্যান্ড পার্টিও। আবার কেউ কেউ আরেকটু এগিয়ে, নিজেকে সাজিয়েছেন বাংলাদেশের পতাকা অথবা বঙ্গবন্ধুর সোনার বাংলার সোনালী রঙে।
আবার নিয়ে আসা ব্যানার-ফেস্টুনে দেখা গেছে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ছাপ। একই সঙ্গে আগামী নির্বাচনে নৌকার বিজয়ের আশাবাদ ব্যক্ত করেছেন, দিয়েছেন বিভিন্ন স্লোগান।
তেমনই একজন সোহাগ। তিনি নারায়ণগঞ্জ জেলা থেকে আসা কৃষক লীগের মিছিলের সামনে ছিলেন। নিজেকে আপাদমস্তক সোনালী রঙে ঢেকে এসেছেন সুধী সমাবেশে।
বার্তা২৪.কম এর সঙ্গে আলাপকালে তিনি জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি এই ব্যতিক্রমী সাজে সজ্জিত হয়েছেন।
সোহাগের হাতে দেখা গেছে বাংলাদেশের জাতীয় পতাকা। সেখানেও ব্যতিক্রম। জাতীয় পতাকার লাল বৃত্তের উপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত করে তা বহন করছেন এই যুবক৷ কারণ জানতে চাইলে সুস্পষ্ট কিছুই বলতে পারেননি সোহাগ। আলাপ করতে বলেন ‘সিনিয়র’ নেতাদের সঙ্গে।
এসব বিষয়ে জানতে চাইলে সোহাগের গায়ের সোনালী রঙের ব্যাখ্যা দেন জেলা কৃষক লীগের আহ্বায়ক অ্যাড. ওয়াজেদ আলী খোকন। নিজেকে নারায়ণগঞ্জ জেলার সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) বলে পরিচয় দিয়ে তিনি বলেন, ‘উদ্দেশ্যটা হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু যে সোনার বাংলা, জননেত্রী শেখ হাসিনার যে সোনালী স্বপ্ন, তার পিতার সোনার বাংলায় রুপ দিবেন সে রূপটার প্রতিচ্ছবি অর্থাৎ চিত্র, আর্ট। সে কারণেই আমরা তাকে সোনালী রঙে সজ্জিত করে নিয়ে আসছি।’
খোকন বলেন, ‘সোনার বাংলা আমাদের শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা হিসেবেই রূপান্তরিত হবে ২০৪১ সালের মধ্যে। তারই সিম্বল, এটি একটা সিম্বল যে আমরা এই সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে গড়বো।’
জাতীয় পতাকার বৃত্তে বঙ্গবন্ধু ছবি সংযোজনের বিষয়ে তিনি বলেন, ‘এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। অনেকে অনেক কথা বলেন, বাংলাদেশের স্বাধীনতা অমুকে ঘোষণা করেছেন, যুদ্ধ হয়েছে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই বাংলা বঙ্গবন্ধুর সোনার বাংলা। এই বঙ্গবন্ধুর নির্দেশে দীর্ঘ ২৪ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং তার নেতৃত্বেই স্বাধীনতার যুদ্ধ ঘোরে করা হয়েছে। সেই যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশ।’
ওয়াজেদ আলী খোকন বলেন, ‘সেই কারণেই আমরা বাংলাদেশের ম্যাপের মধ্যে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি আজকের দিনের জন্য এখানে প্রতিস্থাপন করেছি। এগুলো আমাদের একটি সিম্বল, বুঝানোর চেষ্টা করেছি বিভিন্ন আর্টের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে এই বাংলাদেশের একমাত্র স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু। আমরা সারা বাংলাদেশে তার কর্মী এবং নেতা।’