
বৃহস্পতিবার দিনদেশে বিটকয়েনের মূল্য ৪.৯১ শতাংশ হ্রাস পেয়েছে। এদিন বিটকয়েনের মূল্য ২৫ হাজার ৯৫৭ ডলারে নেমে আসে, যা আগের দিনের তুলনায় ১৩৪১ ডলার কম।
বিশ্বের বৃহত্তম ও সুপরিচিত ক্রিপ্টোকারেন্সি চলতি বছরের সর্বোচ্চ দামের তুলনায় বর্তমানে ১৮.৪ শতাংশ কমে এসেছে।
গত জুলাইয়ে বছরের সর্বোচ্চ দাম ছিলো ৩১ হাজার ৮১৮ ডলার। ইথেরিয়াম ব্লকচেইন নেটওয়ার্কের সাথে যুক্ত কয়েন ‘ইথার’ এর দামও ৩.৫৭ শতাংশ হ্রাস পেয়ে ১৬৪৪.৪ ডলারে নেমে আছে, যা আগের দিনের তুলনায় ৬০.৯ ডলার কম।