Uncategorized

জলকামানে বিমানের ফ্লাইটকে স্বাগত জানালো জাপান

ঢাকা থেকে ২৪৩ যাত্রী নিয়ে ৬ ঘণ্টায় জাপান উড়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে। শনিবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় ফ্লাইটটি জাপানের নারিতা বিমানবন্দরে অবতরণ করে। উদ্বোধনী এই ফ্লাইটে বাংলাদেশি ছাড়াও নেপাল থেকে আসা যাত্রীরা ঢাকা হয়ে জাপানে গেছেন।

নারিতা বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইটটিকে ‘ওয়াটার ক্যানন’ স্যালুট দিয়ে স্বাগত জানিয়েছে। সেইসঙ্গে ফ্লাইটের যাত্রীদেরও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে বাংলাদেশের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

পরে সেখানে এক অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘জাপানের সঙ্গে সরাসরি ফ্লাইট উদ্বোধনের মধ্য দিয়ে বন্ধুপ্রতীম দুই দেশের সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে।’

এদিকে সরাসরি ঢাকায় ফ্লাইট চালু হওয়ায় উচ্ছ্বসিত জাপান প্রবাসীরা। তারা বলছেন, এতদিন মালয়েশিয়া, থাইল্যান্ড হয়ে জাপান যেতে দীর্ঘসময় লাগতো। এতে ব্যয় হতো অতিরিক্ত অর্থও। এখন ৬ ঘণ্টা সময়ে কম খরচেই তারা দেশে যেতে পারবেন।

জাপান প্রবাসী মাকসুদ আলম বলেন, ‘জাপানে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় আমরা খুবই খুশি হয়েছি। আমাদের এতদিন জাপান যেতে অনেক সময় লাগতো। এখন আমরা ৬ ঘণ্টায় যাবো। আশা করি, বিমান সেবার মান বজায় রাখবে।’

এর আগে শুক্রবার রাতে (১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এ রুটের ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোস্তাফা কামাল, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সফিউল আজিম এবং বিজেএমইএ-এর সভাপতি ফারুক হাসান উপস্থিত ছিলেন।

নারিতা বিমানবন্দরের বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে অন্য অতিথিরা

বিমান জানিয়েছে, ঢাকা থেকে সপ্তাহে প্রতি শুক্রবার, সোমবার ও বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে বিমানের ফ্লাইট নারিতার উদ্দেশে যাত্রা করবে।  নারিতা থেকে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় ঢাকার উদ্দেশে ফিরে আসবে।

জানা গেছে, ঢাকা-জাপান রুটে ২৫ জুলাই থেকে টিকেট বিক্রি শুরু করেছে বিমান। ঢাকা-নারিতা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া ৭০ হাজার ৮২৮ টাকা থেকে এবং রিটার্ন টিকেটের মূল্য জনপ্রতি ১ লাখ ১১ হাজার ৬৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিমান সংশ্লিষ্টরা জানিয়েছেন, রুটটিকে লাভজনক করতে ঢাকার পাশাপাশি কাঠমান্ডু, দিল্লি ও কলকাতার যাত্রীদের কাছেও প্রচারণা চালাবে বিমান। তবে ঢাকা-নালিতা ফ্লাইটের সময়ের সঙ্গে কলকাতা, দিল্লি ও নেপালের ফ্লাইটের সময়ের পার্থক্য বেশি হওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বিমানকে। ইতোমধ্যে নালিতার সঙ্গে সামঞ্জস্য রেখে কলকাতা, দিল্লি, নেপাল রুটের ফ্লাইটের সময়ে পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে বিমান।



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button